Posts

Showing posts from 2018

আর্থিং

                        ওয়্যারিং - এ ব্যবহৃত যন্ত্রপাতী আথিং :     বিদ্যুৎ সংক্রান্ত বিষয়ে অর্থ বলতে বোঝায় ভূপৃষ্ঠভাগের মাটির সেই আংশ যে আংশের মধ্য দিয়ে অতি নিম্নতম বাধায় সহজেই তড়িৎ প্রবাহিত হতে পারে । পৃথিবীর সমুদয় সেই পরিবাহী মাটির সঙ্গে কোন কিছুর সংযোগ করাকে আথিং বলে । কেবলের ওপরের ধাতব আয়রন বৈদ্যুতিক যন্ত্রপাতি প্রভৃতির বডি বা ফ্রেম মাটির সঙ্গে বৈদ্যুতিক সংযোগ করে অথিং করা হয়। মাটিতে ইলেট্রোড পুঁতে এই বৈদ্যুতিক সংযোগ করা হয়।  আথিং করার উদ্দেশ্য হল লায়িনে কারেন্ট লিকেজ হলে তা যেন কোনোরকম বিপদ না ঘটিয়ে ইলেকট্রোডের মাধ্যমে আনায়াসে মাটিতে চলে যেতে পারে ।    ঊদ্দেশ্য আনুযায়ি আথিংকে দুই ভাগে ভাগ করা যায় ; যেমন - (ক) সিস্টেম আর্থিং (System Earthing)  (খ) সরঞ্জামাদির আর্থিং (Equipment Earthing)
Image
Ph
Image
HS
Image
16 April Vocational Exame