Common sense ! সাধারণ বোধ
General Knowledge 1 . ইন্টারভিউ বোর্ডে আপনাকে আপনার ইমেল/ফেসবুকের পাসওয়ার্ড জিজ্ঞেস করলে আপনি কি কোরবেন ? ans : পাসওয়ার্ড চাইলে বলবো।৷ আপনার চাকরি আপনার কাছেই রাখেন আমার লাগবে না। জানি কথাটা রুড শুনায় বাট এটাই সত্য কারন আমার ফেইসবুক একাউন্টটা আমার পারসোনাল লাইফ আমি কোন মতেই কোন কাজের জন্য আমার পারসোনাল প্রাইভেসি নষ্ট করবো না। 2. একটি বস্তুকে 40m/s বেগে অনুভূমিকের সাথে 60° কোণে নিক্ষেপ করা হলে, ভূমিতে আঘাত করতে কত সময় লাগবে? ans : এই প্রশ্ন কোরায় আসলেই বারবার আমার কাছে আসছে। কয়েকবার এর উত্তর দিয়েছি। কিন্তু আমি সহজে হাপাই না।তাই আবারও দিলাম। প্রক্ষেপণ বেগ u=40m/s প্রক্ষেপণ কোণ আনুভুমিকের সাথে θ=60circ ভুমিতে আঘাত করতে যেই সময় লাগবে তা বস্তুর ভ্রমণকাল বা T এর সমান। তবে T=2usinθg T=2×40×sin60circ9.8 T=2×40×3–√29.8 T=7.0696s 3 . আমার এন্ড্রয়েড মোবাইল আছে, তা দিয়ে কিভাবে অনলাইনে আয় করা যাবে? ans . সবার চেয়ে ভালো সহজ টিপস আপনাকে আমি বলবো দুটো বা তিন টে বলে আপনাকে বিভ্রান্ত করবো না । সমাধান -Instagram Page বানিয়ে টাকা আয় করতে পারেন । হয়তো আপনার বিশ্বাস হচ্ছে ...